আমায় তুমি গ্রহন কর
তোমার সকল কাজে,
তোমার সাথে থাকতে চাই
সকাল-দুপুর-সাঁজে।
আমার কাজ, আমার কথা
আমার সকল বলা,
হয় যেন গো দেশের জন্য
জীবনের পথ চলা।
ভালোবাসার মিষ্টি মধুর
গান গাইতে চাই,
সুর-ছন্দ-তালে যেন
তোমায় খুজে পাই।
নদীর তীরে পাহাড় চূড়ায়
ঐ বটের তলায়,
ঘুরব যেন তোমার মাটির
গন্ধ পাওয়া যায়।
রাত জেগে মন ভরে
লিখবো কবিতা,
ভোরে দেখবো প্রতি লাইনে
লেখা দেশের কথা।
জীবন ভরা তোমার গল্প
লিখবো রাশি রাশি,
দেশ দেখবে জাতি দেখবে
দেখবে জগৎবাসী।
এমন আলো জ্বালিয়ে দিবো
তোমার আঙ্গিনায়,
দূরে কাছের সকল জাতি
দেখতে যেন পায়।
ভালোবাসার চাদর খানা
জড়িয়ে তোমার গায়ে,
দুঃখ-কষ্ট-চিন্তা যত
দিব ভুলায়ে।
থাকতে পারে দুঃখ কষ্ট
বিপদ আসতে পারে,
লক্ষ-কোটি হাত মিলিয়ে
দুর করবো তারে।
সকল চিন্তা সকল কাজে
আছ আমার মনে,
ডাক দিলেই পাবে আমায়
তোমার প্রয়োজনে।