ভোর হয়েছে ভোর হয়েছে
খুশির কথা ভাই
অন্ধকার দূর হয়েছে
ভোর হওয়া চাই।
ভোরের সাথে সূর্য আসে
সূর্য আলো আনে
আলো যদি না আসিলো
ভোর হলো কেমনে?
বাংলাদেশে ভোর এনেছে
ত্রিশ লক্ষ প্রান
সত্য-ন্যায়ের সমাজ গড়ে
রাখবো তাদের মান।
বাংলাদেশের সূর্য এলো
সবুজের মাঝখানে
আশার আলো দেখলো সবে
খুশী মনে প্রানে।
ভোর হলো সূর্য এলো
এলো দেশে আলো
বিভেদ ভূলে হিংসা ভূলে
থাকবে সবাই ভালো।
মাসের পরে মাস গেলো
গেল বহু সাল
সবার ঘরে আলো যেতে
লাগবে কত কাল?
বাতির আলো শিক্ষার আলো
সকল আলো চাই
সবাই পাবে সকল আলো
বাদ যেন না যাই।
দেশ আমাদের দেশ তোমাদের
দেশ সকলের ভাই
সবাই মিলে হাতে হাত
দেশ গড়তে চাই।
মোদের দেশে ভোর এসেছে
উঠবে জেগে দেশ
ঝাপিয়ে পড়ো দেশ গড়াতে
ঘুমের সময় শেষ।