জীবন নিয়ে ভাবতে বসে
হতাশ হতে নাই,
এর চেয়ে ভাল জীবন
বল কোথায় পাই ?
ছোট হলেও এজীবনটা
বহু মূল্যবান,
ন্যায় পথের সাধনাতে
পাবে সম্মান।
সাধনা আর অধ্যবসায়
সাথী যদি হয়,
আলোকিত একটি জীবন
মিলবে নিশ্চয়।
মহাজ্ঞানী মহাপুরুষ
যেথায় আছে যত,
কর্মগুনে দুনিয়াটাকে
করলো আলোকিত।
জীবন পথের যুদ্ধ জয়ে
লড়ে যায় বীর,
আশে পাশের কোলাহলেও
লক্ষ থাকে স্থির।
সময়নষ্ট করতে নিলে
মনে যেন রয়,
ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে
জীবন হয় ক্ষয়।
ভুলে যদি কিছু সময়
নষ্ট হয়ে যায়,
ভবিষ্যতে তেমন ভুল
আর যেন না হয়।
মানব জীবন বিধাতারই
অমূল্য এক দান,
সত্য-ন্যায়ের জীবন গড়ে
রাখবে দানের মান।