তুমি ঊর্দীপরা পুলিশ বাবু,
ঘুষের কাছে কাবু।
তুমি ঊর্দীপরা পুলিশ বাবু,
নেতার কাছে কাবু।
তবে ঊর্দীপরা পুলিশ তুমি,
দুর্বলের তরে বেজায় বাবু।
জানো কি তুমি? লোকে সামনে তোমায় স্যার বলে,
আর পেছনে শুয়োর ডাকে।
ওহ! তুমি তো শিক্ষিত বাবু,
কলমের খোঁচায় কর কাবু
তুমি যে ঊর্দীপরা পুলিশ বাবু।
কথা ছিল ভরসা পাবার,
কিন্তু হায়! তোমার ঐ চেহারা শুধুই ভয় পাবার।
ও বাবু! তুমি ঊর্দী ছাড়ো,ভিক্ষার থালা ধরো
তুমি তো অফিসে ভিক্ষা করো, এবার না হয়
অফিস ছেড়ে রাস্তা ধরো।
পরনে পুরনো ঝোলা,আর হাতে রেখো টিনের থালা।
তুমি আগেও ভিক্ষে পেতে,আর পেতে অভিশাপ।
এখনো তুমি ভিক্ষা পাবে কিন্তু পাবে না অভিশাপ।