সময় বয়ে যায় তার আপন গতিতে
বছরের পর বছর যায় কেটে
তবুও তুমি আছো,তুমি ছিলে,আর তুমিই থাকবে আমার হৃদয়ে।
তুমি ছিলে স্বপ্ন, ছিলে আমার আশা,
আর এখন তুমি শুধুই নিরাশা।
ছিলো কত স্বপ্ন, হলো যে তা দু:স্বপ্ন।
যদি থাকবেই না, তবে আসতেই না
কেন‌ই বা এলে আর কেনই গেলে?
উত্তরটা তো আজো পেলাম না।