কুয়াশার চাদরে ঢাকা এক সকালে।
আবছা আলোর ঐ দিঘির পাড়ে।
আমি ছিলাম তোমার সঙ্গে,
তোমার সঙ্গী হয়ে।
দিঘির ধূসর জল
আর রবির কিরণে,
তোমার এ উপস্থিতি আমার-ই কারণে।
তুমি ছিলে সেথায়,
অদ্ভুত এক বিষন্নতায়।
আজ অনেক অনেক বছর পরে,
আমি আছি হেথায়,
তোমার-ই অপেক্ষায়।
কিন্তু হায়! তুমি কোথায়?
আমি আজও তোমার-ই অপেক্ষায়।