আমি এক চাকরির কাঙ্গাল ভাই
তাইতো আমি সিভি নিয়ে দৌড়ে দৌড়ে বেড়ায়।
বাপের থেকে টাকা নিয়ে,
সাইবার ক্যাফে থেকে ফর্মের পর ফর্ম ভরাই।
আমার যে একটা চাকরি চাই।
এম.এ বি.এ পাশ করলাম,
এখন আবার বিএড করো,
বলোতো আমি এখন টাকা কোথায় পাই!
আমি তো গরীব ছেলে ভাই।
কর্পোরেট দুনিয়া তো অভিজ্ঞতা চাই,
বলো আমি এখন এক্সপেরিয়েন্স কোথায় পাই? যদি কেউ সেই সুযোগ টাই না দেয়।
সবাই তাকিয়ে আমার দিকে, আর আমি তাকিয়ে একটা চাকরির দিকে।
আমি এক বেকার ছেলে ভাই,
তাইতো সামাজে আমার কোনো দাম নাই।
নাহ! আমার কপালে আর চাকরি নাই,
কিন্তু আমার একটা  কাজ চাই-ই চাই
তাই চলো এবার কেরালা যাই!!
এছাড়া যে আর কোনো উপায় নাই।