যখন তুমি লেপ মুড়িয়ে গভীর ঘুমে,
তখন সে যায় কুয়াশা ভেঙে কাস্তে হাতে।
যখন তুমি এসি রুমে ঠান্ডা হয়ে,
তখন সে মাটি কোপায় কোদাল হাতে ঐ গরমে।
বৃষ্টি দিনে যখন তুমি প্রেম বিলাসে,
সে তখন ব্যস্ত বীজ বপনে।
সে কৃষক, ফসল ফলায়
সে কৃষক, চাষ করে সকাল হতে সন্ধ্যে।
যদি কৃষক না থাকে, তবে কি তোমরা পেট ভরিবে?
তোমার বানোনো ঐ অট্টালিকায়
মিশে আছে শ্রমিকের ঘাম।
তোমার ঐ অট্টালিকার প্রতিটা ইটে লেগে আছে শ্রমিকের শ্রম।
যদি সেই শ্রমিক না থাকিত,
তবে কি তোমার অট্টালিকা গড়ে উঠিত?
তুমিও মানুষ, তোমার জুতা পালিশ করা মুচি ও
মানুষ।
তুমি মানুষ, তোমার অফিস ঝাড়ু দেওয়া ঝাড়ুদার ও মানুষ।
তুমি,আমি,ঐ মুচি,সেই ঝাড়ুদার
সকল মানুষ,সকল জীবের জন্যই এ ধরনী