সভ্যতার ছবক দেওয়া মুখোশধারীরা,
আজ যুদ্ধে লিপ্ত।
তারাই তো ছবক দেয় সভ্যতা, মানবতার।
তাই নয় কী?
এ কোন সভ্যতা, এ কোন মানবতা?
যেখানে ছাড় পায়না ফুটফুটে শিশু কিংবা সন্তান সম্ভবা মা।
ওহে রক্ত পিপাসুরা!
তোমাদের কানে কি বেজে উঠে না সন্তান হারা পিতার আর্তনাদ?
নাকি তোমরা বধির?
তোমাদের চোখ কি তৃপ্তি পায় না সারি সারি লাশ দেখে?
নাকি তোমরা অন্ধ?