আমরা তো সবাই অপেক্ষা করি।
কিন্তু কিসের এ অপেক্ষা?
ভালো একটা চাকরির নাকি
একটা বাড়ির?
সন্তান সন্ততি দের সুন্দর ভবিষ্যতের?
যদি সব পেয়ে যায়
তবু কি অপেক্ষার শেষ হয়?
আমরা তো আসলে অপেক্ষা করি একটা আহ্বানের
যার পরে অপেক্ষার অধ্যায় শেষ হয়।
চুকে যায় সব পার্থিব হিসেব নিকাশ, সব দেনা পাওনা।