এ কেমন রাজনীতি ভাই
সব-ই আছে শুধু নীতি নাই।
তেনারা মঞ্চে উঠে দিচ্ছে ভাষণ,
চেয়ারে বসে যাচ্ছে ভুলে।
গলা ছিঁড়ে চোর ধরবো বলে
বাড়ি ফিরে চোরে দের ডাকছে কলে।
এ কেমন রাজনীতি ভাই
সব-ই আছে শুধু নীতি নাই।
মিথ্যা কথার ফুলঝুরি তে ,
ক্ষমতা যায় তাদের ঝুড়িতে।
যদি তুমি সত্য বলো,
তবে তোমায় ট্যাগ লাগাবে।
যদি তুমি প্রতিবাদী হবে,
তবে তুমি দেশদ্রোহী এ ভবে।
এ কেমন রাজনীতি ভাই
সব-ই আছে শুধু নীতি নাই।