বিচ্ছেদ কেন এলো ভালোবাসা সত্ত্বেও?
কেন তুমি হারালে ফিরে এলে না তবুও?
যত স্মৃতি জ্বলে মনে দগ্ধ হয় প্রাণ,
তোমার ছায়া খুঁজে বেড়ায় আমার অবুঝ প্রাণ।
তবুও কেন আজ এতো দূরে গেলে?
ভালোবাসার বাঁধন ভেঙে অচেনা হলে।
তোমার কথা ছিল সুরের মায়া,
আজ তা শুধুই বিষাদের ছায়া।
হৃদয়ের গভীরে তুমি চিরকাল রবে,
তোমার স্মৃতি আমার জীবনে আলো জ্বালাবে।
তবুও প্রশ্ন জাগে এই একাকীত্বের মাঝে,
কেন এলে তুমি, কেন রেখে গেলে বিরহের সাজে?