তুমি কেন আমার জীবনে এলে,

অচেনা এক পথিক হয়ে হাসি দিলে।

আমার স্বপ্নগুলো করে দিলে রঙিন,

তবে কেন শেষে করলে শূন্য গহিন?

আমার জীবনটাকে নিয়ে খেললে ছিনিমিনি,

তোমার ছোঁয়া এখন শুধুই এক স্মৃতি।

ভালোবাসা কি ছিল তোমার জন্য খেলা?

নাকি আমিই ভুলে ছিলাম এ মায়ার মেলা?

তুমি এলে দিলে আশা আবার নিলে তা,

তোমার স্মৃতিতে জ্বলে শুধু ব্যথার ছটা।

তবুও প্রশ্ন জাগে কেন এলে তুমি?

নিঃশব্দে রেখে গেলে হৃদয়ের ক্ষতচিহ্ন তুমি।