এত ধন তার,
নেই প্রয়োজন যেন আর,
তবু রয়েছে কারো যেন তা এক পাহাড়,
কারো জীবন জুড়ে শত অনটন প্রয়োজন আর,
কত নাবলা কষ্ট, কারো হৃদয় জুড়ে তার নিরব হাহাকার ।
কোটি ভক্ত গোলাম দাস,
যারা অনুগত ছিল বুকে লয়ে অটল অবিচল বিশ্বাস,
সহনের শক্তি বিপুল ভার,
ত্যাগ ও সহনের নিশ্চিত রয়েছে পুরস্কার,
তা নহে পরাজয়, আবু হকে কয়, হয়নি হবেনা ওরে তার কভু হার,
কেউ পেয়ে যাবে পার, লভে ঐ মহারাজা জমিদারের মহৎ ও উদার করুণার সামাণ্য ছাড়,
মহাজনের দাদনে,
দিনশেষে দোকানদার বেঁচেকিনে,
কেউ লাভে আবার কেউবা দেখি ডুবে আছে ঋনে,
এত থেকেও কারোকারো ভরেনা মন, ভোগবিলাস বিনোদন চাহিদা ও প্রয়োজন যেন অসীম অপার ।
বিধাতার অজানা ভেদ,
দূরত্ব, ব্যবধান, ভেদাভেদ, অনটন ও মনের যত কষ্ট-ক্ষেদ,
এইতো জীবন,
কেউ বলে নাকি তা কিছুক্ষণ,
তার তরে কত স্বপ্ন আশা জালবোনা মোহ ভালোবাসা কত রণ,
ক্ষেতি চাষ,
বেঁচাকেনা বসবাস,
কারো মিটে কারো মিটেনা আশ,
কেউ পায়না করেও চেষ্টা প্রাণপণ, কেউবা লভে অনায়াস,
এক আজব ভুবন ও এ জীবন পরবাস, যাই হোক, লাভ-ক্ষতি ফেল-পাস, মুসাফিরের অল্পদিনের ভ্রমণ ।
কেজানে কে কিভাবে কামায়,
দুহাতে কতজনে টাকা উড়ায়,
আকাশে মাটিতে বাতাসে আতশবাজির ফোয়ারায়,
কেউ বলে নাকি তারা নাক ডুবিয়ে খায়,
আর গাল বেয়ে তাদের কত গড়িয়ে পড়ে যায়,
গরীবে পাঁচজনে একদিনে যা নাহি খেতে পায়,
কেমন কপাল, লোকে বলে তারা নাকি ওরে, সে খাবার নষ্ট করে একজনে একবেলায় ।
তাদের ঐ বিত্তধনে,
ভুলে গেছে বুঝি বিত্তশালীগণে,
দরিদ্র মানুষ ও অসহায় যত আত্বীয় স্বজনে,
কিছু অংশ তারা পায়,
যদিওবা কেউ মোখফুটে নাহি বলে, কভু নাহি কিছু চায়,
তাদেরইতো নেই লাজ,
যারা নাদান, বেঈমান, চালবাজ, লোভী ও স্বার্থবাজ,
থেকেও ধন অফুরান,
করেনা কতজনে ভোগ ও করেনা দান,
লাগেনা আহারে কারো সেবা উপকারে, ধন অকারণ, জীবন মিছে ও ভুবন অন্ধকার ।
নেই অনুভবে চেতনায়,
ঘুনে ধরেছে বোধ, বিবেক ও বিবেচনায়,
কারো ধন আছে মন নেই,
আবার কারোবা অনেক সাধ নেই সাধ্য কিছুতেই,
ভাংগিতে চাহে ঐ ফের অক্ষমতার ঘের নিয়তির বাঁধ, হারিয়ে ফেলে খেই,
বিষয়টা নহে দেনাপানার,
নিছক উপলব্বি ও মানবিকতার,
সহমর্মীতা, সমবেদনা ও একটু সহযোহিতার,
উম্মোচন তৃতীয় নয়ন, দেখিতে অদেখা ভুবন, এক উদার দৃষ্টিভংগী আর মহৎ মন, মনন ও মানষিকতার ।
বুঝি তারা রয়েছে কোমায়
ভোগবিনোদন ও আরও ধনের মোহনেশায়,
ঐ ধনীদের একজনের বা এক পরিবারের যাকাতের টাকায়,
হতে পারে নীড়হারা কারো ঘর,
দরিদ্র মেধাবী কোন ছাত্রের জীবনটা খুব সুন্দর,
ধনীরা হেন জানিনা কেন, হয়ে আছে সমাজের সব গরীবের পর,
প্রয়োজন সচেতন জাগরণ, রুগ্নের ঔষধ, এতিমের বস্ত্র ও ক্ষুধার্তের খাবার এমনি কতজনের শত উপকার ।
সেতো ওরে ধনীদেরই দায়,
হতে পারে তাতে গরীবের হক আদায়,
খাতা খুলে দেখো লোকে ও মহাজনে কে কত পায়,
সকল দানের মহান দাতা, হবে পরিশোধ তার দাদনের দায়,
যারা দিন এনে দিন খায়,
ঐ দীনজনে বলো টাকা পাবে কোথায়,
সাচ্চা ইমানদার ও খাস গোলামের চিন, আর বকেয়া যত মহাজনের ঋন,
কেমনে করেছ আয় উপার্জন আর কোন পথে কিভাবে ব্যয় সে হিসাব বিধাতায় লবে যখন যেদিন,
সত্য সঠিক সব জীবনের মালিক, চুপকরে থাকা যত পাওনাদার, মনিব ও মানুষের নাবলা শত অধিকার ।
রচয়িতা/লেখক/কবি
আবু হক মুসাফির
(আবু সাইয়িদ মোহাম্মদ মাহমুদুল হক)
সেল ফোন-০১৬২৭৮ ৯৪৭৯৭/০১৩০১৭ ১৯৫৫৩
Email-abuhaawk@ymail.com & dactarkhana24@gmail.com