গ্রীষ্মের কাঠ ভাঙা দুপুরে
ক্লান্ত পথিক ছায়ার খোঁজে
এদিক ওদিক ছোটে,
আমি ছুটেছি তোমার খোঁজে।

তোমাকে দেখতে ছুটেছি
এই ঘন বরষায়,
হৃদয়ে মেঘ জমেছে
নেমেছে চোখে বরষা।

তোমাকে দেখতে না পেয়ে
বসন্তের ফুলেরা রং হারিয়েছে,
তোমাকে দেখতে না পেয়ে
শহর তার গতি হারিয়েছে।

এই চাঁদ টাও তোমার অপেক্ষায়
জোছনা ছড়াবে তাই

কখন ফিরবে বলো?
কখন ধরা দেবে বলো?
তুমি সুবাস ছড়াও
জীবনের রং ফিরিয়ে দাও।