তামান্না,
জীবনের বড় চাঞ্চল্যকর দ্বিধাময় চরিত্র
তার প্রতিটি পদক্ষেপে দ্বিধায় থাকি

চোখ দিয়ে অনেক কিছু বলে যায়
শরীরের ভাষায় চোখের ভাষার
প্রতিচ্ছবিও ভেসে ওঠেনা

আমার জীবনের একটা অংশে
সে স্থান করে নিয়েছে
তার হেটে চলায় ঝর্ণার
শব্দ শোনা যায়

তামান্না,
নাম শুনলে ই শরীরে
কাঁপন ধরে যায়


তার সাথে শুধু মৌনতা হবে
‌‌‌‍ কোনো শব্দ হবে না
নীরবে সব বোঝাবুঝি হবে

ইশারায় কথা হবে
চোখে চোখে হবে রাগারাগি
আর যত ভালবাসা-বাসি

তার মৌনতা বুঝে নেব
তার চোখের ভাষা পড়বো
কারন চোখের ভাষায়
চাইলেও মিথ্যে বলতে পারবে না

তার চোখের ভাষা
আর মুখের ভাষার ব্যবধান
দূর হবে তোমার আমার যত দ্বিধা