কেউ একজন থাকুক,
আমার জন্য অপেক্ষায়,
সন্ধ্যার রোদ মাখা বারান্দার রেলিংয়ে হাত রেখে,
আকাশের রঙ বদল দেখুক,
আর ভাবুক— আমি আসব।
কেউ একজন থাকুক,
নির্জন কোনো গলির কোণে,
হালকা বাতাসে চুল উড়িয়ে দিক,
চোখে রেখে দিক অদেখা স্বপ্নের ছায়া,
আর বিশ্বাস করুক— আমি আসব।
কেউ একজন থাকুক,
আমার গল্প শুনতে উদগ্রীব হয়ে,
শুধু আমার নামটি ডাকার অপেক্ষায়,
কান পেতে থাকুক বাতাসে—
আমি একদিন ঠিকই আসব।
কেউ একজন থাকুক,
যে আমার জন্য রাত জাগবে,
যে আমার ফিরে আসার প্রহর গুনবে,
যে জানবে—
আমিও অপেক্ষা করছি তার জন্য...
কেউ একজন থাকুক,
যে আমার নামে চিঠি লিখবে,
যে প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে রাখবে আশা,
যে প্রতিটি ফাঁকা কাগজে আঁকবে অপেক্ষার রেখা,
যে জানবে—
এই অপেক্ষারও একদিন শেষ আছে।
কেউ একজন থাকুক,
যে রোদেলা দুপুরে জানালার পাশে বসে,
আমার ফেরার পথের ধুলোয় হারিয়ে যাবে,
যে প্রতিটি বাতাসে আমার গন্ধ খুঁজবে,
যে প্রতিটি সন্ধ্যায় আকাশে এক তারা দেখবে,
আর ভাববে— আমি একদিন ঠিকই ফিরব।
কেউ একজন থাকুক,
যে বৃষ্টি এলেই দু'হাত বাড়িয়ে দেবে,
মনে মনে বলবে—
এই তো আমার কথাই বলছে আকাশ,
যে প্রতিটি ফোঁটায় আমার স্পর্শ খুঁজবে,
যে জানবে— দূরে থাকলেও আমি তারই।
কেউ একজন থাকুক,
যার জন্য আমি দূরে থেকেও কাছের হবো,
যার জন্য আমি রাতের নিস্তব্ধতায় শব্দ হবো,
যার জন্য আমি আলো হবো, ছায়া হবো,
যার জন্য আমি— এক অনন্ত অপেক্ষা হবো।
কেউ একজন থাকুক,
যে জানবে, আমি কখনো তাকে ভোলার নই,
যে জানবে, আমি প্রতিটি ধুলোকণায় রয়ে গেছি,
যে জানবে, আমার প্রতিটি শ্বাসে তার নাম লেখা,
আর অপেক্ষা করুক... শুধু আমার জন্য।