তোমার গায়ে পশুদের গন্ধ
নিজেকে মানুষ দাবি কর?

পশুর চেয়েও হিংস্র তুমি
হায়েনার মত অনিরাপদ
তোমার থেকে বাঁচতে চায় সবাই
আর তুমি মানুষ দাবি কর?

পশুর নীতিতে তুমি নিকৃষ্ট
তুমি ভারসাম্যহীন উন্মাদ
তুমি অমানুষ