কথা ছিলো পাহাড়ের ঘন জঙ্গলে হারিয়ে যাব,
পথ ভুলে এদিক ওদিক ছুটে বেড়াবো,
যদি একেবারে হারিয়ে যাই?
পাহাড়ে একটি ঘর বানাবো,
এই নির্জন পাহাড়ে আমাদের সংসার হবে,
প্রজা বিহীন রাজ্য হবে।
কথা ছিল একসাথে সমুদ্র দেখবো,
সমুদ্রের বিশালতায় হারিয়ে যাব,
জীবন সমুদ্র পাড়ি দেব একসাথে।
কথা ছিল প্রতিটি রাস্তায়,
তোমার হাত ধরে হেঁটে বেড়াবো,
রাস্তার প্রতিটি বালুকণা তোমাকে স্বাগতম জানাবে।
এখন কেন দুজন কোলাহলহীন?
কেন দু'দিকে মুখ ফিরিয়ে?
সব কেন থমকে গিয়েছে?