তোমাকে ভুলতে চেয়েছি বহুবার,
তবু স্মৃতিরা বাঁধে গোপন দেয়াল।
শূন্য রাস্তায় একা হাঁটি,
তবুও তোমার ছায়া পিছু ডাকে বারবার।
চোখে ভাসে সেই প্রথম দেখা,
তোমার হাসিতে জ্বলে উঠত এক নরম শিখা।
আজ সেই আলো নিভে গেছে,
শুধু রয়ে গেছে অভিমানের ছায়া।
শব্দহীন রাতের নিস্তব্ধতা,
তোমার কথাগুলো ফেরায় বারে বারে।
ভুলতে চেয়েও ভুলতে পারি না,
তুমি যে ছিলে হৃদয়ের গভীরে।
সময় গড়াবে, ক্ষত শুকাবে,
নতুন গল্প রচনা হবে কোনো একদিন।
তবুও মনে রবে, এক চিলতে ব্যথা,
তোমাকে ভুলা দায়—এই হৃদয়ের মেঘলা সন্ধ্যায়।