প্রিয়তমা
ধীরে ধীরে যখন সব সম্বল শেষ হয়
এর যন্ত্রনা কি বুঝো?
এতো কিছুই না!
যদি শেষ আশাও শেষ হয়?

আমি ভারসাম্যহীন
চারিদিক ক্রমশ অন্ধকার
তোমার আলোর অপেক্ষায়
ফিরবে কখন আর?
না ফেরার আতংকে থাকি আমি

আমাকে ছাড়া তুমি তোমাকে
ভালোই কল্পনা করতে পারো
কিন্তু আমার বাস্তবতা, কল্পনা, স্বপ্ন
সব কিছুতে তুমি

আজ আবার লিখতে বসেছি
হাত থেমে যাচ্ছে বারবার
তোমার জন্য লিখতে শুরু করেছি
তুমিই নাকি আমার হবে না।

আজ আকাশে বিদায়ের ঘনঘটা
অনেক সময় একসাথে পার করেছি
আগামী মুহূর্ত গুলো আরো সুন্দর হতে পারতো

ভেসে যাওয়া অতীত বারবার চোখে ভাসছে