আগমনের ভূমিকায় সময়ের কাজ
মরণের সময় শেষে।
তিমির আসে ঘোর কালো হয়ে,
আলাে চলে যায় ঘেষে।
অবসর সময়ে ভাবি আমি যাহা
হৃদয়ে তাহা লিখি,
বলিতে পারিনা আমি, শুরু করিব কােথা হতে
মনে মনে কারে ডাকি।
শান্তি মিলিবে যে কাহারে দিয়ে,
ভালােবাসতে জানেনা কেহ,
সারাদিন চিন্তায় কেটে যায় রাত
পাইনা কারো স্নেহ।
কােথায় গেলে পাবো ভালােবাসা আমি,
আসে না মোর ভালে,
চিরদিন কী এভাবেই যাবে আমার
অবসর সময়ে?