আমাদের জম্ম যখন মাতৃভূমির মাঝে
সৃষ্টির সকল জীব থাকে বেশ
ভালোবাসার ত্বরে।
সব চয়ে বড় আপন আমাদের মা, বাবা
কত কষ্ঠ করিয়া মোদের করেছে পালন
মাথায় হয়ে ছাতা।
করেছে বড় আমাদের যতন
করতে পারবেনা কেউ তাদের মতন
থাকত আমাদের সাথে
গরেছে নিজের হাতে।
জ্ঞানের আলো অর্জনের জন্য
দিয়েছে বিদ্যালয়ে,
রোগ হইলে চিকিৎসা করিত
রাত,ভোর জাগিয়ে।
নিদ্রার মাঝেও মায়ের আদর
দিয়ে সকল ভালোবাসা
অনেক বড় হবো আমি
তাদের ছিল মনে আঁশা।
যতই দূরে থাকনা তুমি
থাকনা দেশ বিদেশ
আমাদের জন্য তাদের দোয়া
রাখবে ঘিরে বেশ।
আদর যতন পেয়ে বড় হইলে যখন
থাকনা তাদের পাশে,
একদিন আমরা হইব তেমন
তখন কী বলিবে?
মনের মাঝে দিওনা কখনো
দিওনা তাদের আঘাত
করিলে তোমায় ধরিবে তখন
বড় বড় অভিসাপ।
বয়স কালে করিও যতন
যেমনি করেছে তোমায় পালন,
সম্মান তুমি পাইবে তেমন
রইবে না কোন অপবাদ।
চায়না কখেনা মা,বাব আমাদের
চায়না অর্থকরি,
মরণ কালে এক মুষ্টি মাটি
বাঁচতে তাদের রুজি।