সকাল হলে সূর্যিমামা ওঠে নীল গগনে
সকল কিছু সৃষ্টি দেখ
জুড়ায় দু,নয়নে।

ইচ্ছা জাগে আমার মনে,
কতই কল্পনায় আঁকা
মন পড়ে রয় গহিন বনে,
আখি মেলাতেই ফাঁকা।

হৃদয় পটে কত ছবি একে রই
সময় মানে না বাঁধা,
একা আপন মনে প্রশ্ন করি
এভাবে যাই কী বাঁচা।

বাঁচবো যতদিন আনন্দ দিয়ে
বিলিয়ে সবার মাঝে,
আপন কিছু পাইনা খুঁজে
শুধু আমার কাছে।
ভালোবেসে যখন, কাছে ডাকি
আঘাত দিয়ে যায় মনে,
নিজই নিজেকে প্রশ্ন করি
শুধু্ই সঙ্গপণে।

ভালোবাসা নেই কারো মাঝে
নিজ সার্থ খুঁজে চলে,
এভাবে দিন হারিয়ে যায়
সকল জীবনরে ত্বরে।