শরতের নীল আকাশের নীচে
কাশফুল বনে বসে,
চিরদিন ভালোবাসবে আমায়
বলেছিলে হাতটি কষে।
সেই থেকে হল শুরু
লেখা হল শত কাব্য,
অনুরাগের কত কথা
দুজনার হল শ্রাব্য।
চলছিল বেশ ভালই
প্রাণ পেয়েছিল গতি,
পারিনি জানতে কখনো
তোমার হৃদের মতি।
সেই নদীতট, শূন্য মরু
আজো ভরপুর কাশে,
অভাগা জীবন আমার
তুমি নেই শুধু পাশে।
স্বপ্ন সুখে বিভোর তুমি
অন্যের হয়ে গেলে,
নির্ঘুম রাতে খুঁজে ফিরতাম
দুচোখে অশ্রু ফেলে।
ব্যাথিত চোখ কখনোই আর
কাঁদবেনা তোমার জন্য,
অনেক শোকে পাথর সে যে
আজ রক্তিম, বারি শূন্য।
দেবোনা তোমায় অভিশাপ
চাই না তোমার ক্ষতি,
চিরদিন আমার শুভকামনা
থাকবে তোমার প্রতি।
সুস্থ থাকো, ভালো থাকো
সারা জীবন ভরে,
সুখের মৃদু সমীরণ
বহুক তোমার নিজ 'পরে।