নব রূপে,নব সাজে এলো প্রিয় বসন্ত,
সর্বাঙ্গে তার মাধুর্যের নেই কোন অন্ত।
মৃতপ্রায় বিটপীতে মনোহর সজীবতা,
বসন্ত এলো চারদিকে আজি মৌনতা।
যেন প্রাণ ফিরে এলো এই ধরণীতলে,
কুহু কুহু ডাকলো বসন্ত দূত কোকিলে।
গাছে গাছে আবির্ভাব নব পুষ্প মুকুল,
শেষ হলো বলে সখীর প্রিয় টোপা কুল।
কাননে ফুটলো ফুল রঙ্গীন পাখা মেলি,
পলাশ,পারুল,কাঞ্চন,জুঁই,শিমুল,বেলি।
হিমেল পরশে আজি মনে লাগে দোলা,
প্রিয়ার সঙ্গ সুখাকাঙ্খী মন আত্মভোলা।
স্রোতস্বিনীর ঢেউয়ে প্রাণ করে আকুল,
চিত্ত আজ দূর অজানায় যেতে ব্যাকুল।
মরমিয়া সুর বাজে সর্বত্র,এলো যে বসন্ত!
হারাতে চাহি মম মন চঞ্চল,আজি দুরন্ত।
এ বসন্তেই শুরু হোক নবজীবনের গান,
মৃত্যু হোক ধরিত্রীতে রাগ,ঘৃণা,অভিমান।
প্রশান্তির সুবাতাসে ভরুক প্রতিটি প্রাণ,
প্রেমের অগ্নিতে হোক পূর্বের গ্লানি ম্লান।