কিছু বিষাদ হোক মেঘ মোর অন্তঃপুরে
ক্ষণ বিরহ প্রতি ক্ষণে বয়ে চলে নোনা জলে,
অতি দুঃখ আজ এ- শ্রাবণ দিবা বৃষ্টি হয়ে
ভিজাক তার রেশমী শাড়ী পূর্ণ আঁচল জুরে,
ক্লেশ নাহি তবু অভিমানী নন্দীত নন্দিনী
বিনা কোন্দলে রেগে আছে কারণ নাহি জানি,
আপন রক্তিম ব্যথা! দৃঢ় তাহার হৃদয় গহীনে-
অঙ্কিত হোক ভালবাসা, হিরেট কষ্ট চিত্র এঁকে।