বিবাহের আমন্ত্রণে হৃদয়ে ফাগুন,
নীশি রাতে যাত্রা-পথে সকলে ব্যাকূল
শুভ পরিণয়! সীমান্ত চলে দিনাজপুর
প্রিঙ্কাংকা খোঁজে বিবাহ অভিযান সম্মুখ।
পূর্ণিমার চন্দ্রিমায় মধু রাত
ট্রেনে চড়ে ঝক-ঝক, সুমু তাকিয়ে রয়
কবি দিগন্তে ভালবাসা ছুয়ে যায়!
সবুজ প্রকৃতি মাঝে, বিশ্বাসের আঙ্গিনায়।
আগামীর আলিঙ্গণে সুখের প্রহর,
প্রিঙ্কাংকা চেতনায় আরিফ বিভোর
অপরূপ বসুন্ধরা মাঝে স্বপ্নের ভূবনে
জীবনের অন্তমিল অতল গভীরে।
মিলনের মোহনায় উত্তাল তরঙ্গে
বৃন্দাবনে রাধা কৃষ্ণ স্বাধীন বিহঙ্গে
ইহলোকে পরলোকে পবিত্র অন্তরে।
পুষ্পে পুষ্পে বাজছে অরিফ বাঁশরী,
রাঙা প্রিঙ্কাংকা রূপে সাজে বিভাবরী,
আকাশের নীলিমায় মেঘেদের ভেলা,
বাগিচায় বুলবুলি গেয়ে যায় সাড়া বেলা।
প্রকৃতির সমারোহে সবুজ শ্যামল
প্রণয়ের পাকে আরিফ-পিঙ্কাংকা বাঁধন
শুভ বিবাহে স্বামী স্ত্রী জীবন মরণ।
স্বরণে প্রিয় রাখিও মোদের
তুমি-তুমিময় জগৎ আমাদের
যা আছে আমাদের সকলি তোমাদের,
কবি হৃদয়, প্রতিদানে শুধু সুমুর তরে
সকল পত্র পুষ্প দানে প্রেম যাচিবার,
বাসনা রাখি আজ বিবাহ অভিযান।
উৎসর্গঃ আরিফ বিল্লা চৌধূরী এবং প্রিঙ্কাংকা আরমান
অনুপ্রেরণায়ঃ সুমাইয়া আফরিন চৌধুরী
রচনাকালঃ সীমান্ত এক্সপ্রেস (খুলনা-চৈলাহাটী)
তারিখঃ ০৪/০৪/২০২৫ ইং