পৃথিবীর সমস্ত সৌন্দর্য হয়ে যায় ম্লান
মেঘের রাজ্যে আমার বোনের অবস্থান
নীলন্তিকা নীলের আভায় মুখোরিত আজ
নদীতটে শুণ্য মরু পাহারে-পাহারে গর্জন
ব্যাস্ত জীবন পরিবার পরিজন নানান চিন্তাধারা
প্রকৃতি প্রেমে উতালা সে যে, খোঁজে ঝর্ণাধারা
আমার বোনের অনেক গুণ বলতে নাহি মানা
মানুষের তরে জীবন তাহার, যায় দিন সন্ধা বেলা।
মমতায় ঘেড়া মায়ের মত শাসন একটু বেশি
কবি হৃদয়ের অস্তৃত্ব জুড়ে তাহার চরণ খানি
রূপে গুনে অপরূপা শ্রদ্ধেয় আমার বোন
ভালোবাসা অনাবিল প্রশান্তিতে তার মন
মেঘের দেশের পরী যে সে, বসন্ত বাতাসে ভেসে
দক্ষিণা পবনে আত্মহারা নজরুল ভাইয়ের সর্বাঙ্গে
ভালো থেকো সুস্থ থোকো আমার শ্রদ্ধেয় বোন
তোমার প্রতি শুভ কামনা রইল নিরন্তন
ওহে! তুমি যে কবি হৃদয়ের রক্তের আপনজন।