মানুষ অবরোধ করে
এবং হরতালও।
হনুমানেরাও প্রতিবাদ করে
তবে ভাংচুর বা পুড়িয়ে নয়।

ভাংচুর, অগ্নিসংযোগ বা বোমা
কী প্রতিবাদের ভাষা!

আমি রাজনীতিবিদ নই
তাই, রাজনীতির ভাষা
বুঝি না!