ইয়ামি সোনা ভাত খাবেনা
করছে নতুন বায়না,
মাগো আমায় দাওনা কিনে
একটা সবুজ ময়না।
দুষ্টুমি আর করবনা মা
এই ধরেছি কান,
লক্ষীর মত ঘুমাব মা
শুনে তোমার গান।
ঘুম পাড়ানি গানের কলি
আমার ভালো লাগে,
রোজ সকাল উঠবো মাগো
তুমি ডাকার আগে।
পড়ার সময় পড়ব আমি
খেলার সময় খেলা,
সবুজ ময়না গান শোনাবে
অলস দুপুর বেলা।