মলিন মুখে হাসির ঝিলিক
বলছি ভালো সবিনয়,
হৃদয় ব্যথা আড়াল রেখেই
ভালো থাকার অভিনয়।
উদোম গায়ে চাদর জড়াই
আড়াল রাখি আস্তানা,
বাহির স্বরূপ সবাই দেখে
ভিতর কেউ দেখে না।
লোক সমাজে আমুদ সাজাই
দেখাই হাসির বন্যা,
কল-কৌশলে লুকাই সকল
মনের গোপন কান্না।
বন পুড়িলে সবার নজর
হোক সুদূরে ঠিকানা,
মনের অনল নীরব জ্বলে
চোখে কেউ তা দেখা না।
সুখের খুঁজে দুঃখ বাড়াই
আশায় ভাসাই ভেলা,
আপন সুখে আপন হারাই
এ কোন নিষ্ঠুর খেলা??