দিবসের মোড়কে ভালবাসা বন্দি
কখনো তা চাই না।
ভালবাসার ব্যপ্তি প্রতি মুহূর্তে
এ হেন সরল কামনা।
জীবন চিরকাল জীবনের জন্য
মানবতা থাকুক বেচে।
ভালবাসার নদী বহতা অবিচল
নিন্দুক যতই সেচে।
ফাগুনের আগুন চলমান প্রকৃতি
যদিও ফুল না ফোটে।
আদিম উল্লাসে মাতুয়ারা অলি
স্বল্প মধু জোটে।
পত্র ঝরা দিনের শেষে
জাগ্রত ঋতুরাজ।
ভালবাসা রাঙায় দেহ মন
প্রকৃতির কারুকাজ।