ভাবনারা আজ আকাশ ছোঁয়া, নীল কেতনে উড়ে
ভূঁইমুখী তার অনীহা প্রবল, যায় পালিয়ে দূরে।

নীল পরীদের হাতের কাঁকন, আলতা রাঙ্গা পায়
শুভ্র মেঘের শীল পাথরে, আবেশ ছড়ায় তায়।

শুন্যে ভাসে মন বিলাসে, মুক্ত পাখির ঝাঁকে
আপন আলয় অসীম তলে, হৃদ প্রাসাদের ফাঁকে।

ধূসর নীলের দূর অসীমে, স্বপ্নে মেলে ঝুটি
হৃদয় কোনে বাজায় সানাই, মন গিটারের গুটি।

উষর ভূমি ঋদ্ধ করে, মন ময়ূরী নাচে
চিত্ত ভরা বিত্ত খেলা, আকাশ নদী যাচে।

ভাবুক মনের উদাস দুপুর, স্বপ্ন মধুর সাঝে
রাত বিরেতে ছন্দ মেলায়, চন্দ্রালোকের সাথে।

মেঘের পালক পড়ছে খসে, অঝর ধারা বেয়ে
ভাবনা বসে স্বপ্ন সাজায়, বৃষ্টি ফোটায় নেয়ে।

যাদুর কাঠি পরশ পাথর, একই গ্রহে বাস                    
ইচ্ছে ডানা দেয় ছড়িয়ে, মনের ভাবনা বিলাস।