উল্টোরথ______________
যেখানে যে থাকার কথা
সেথায় দেখি অন্য,
হায় সভ্যতা! স্বরূপ দেখি
আপাদমস্তক বন্য।
পদ-পদবী বিকছে টাকায়
ধুকে মরে যোগ্যতা,
রাম ছাগলের গলে মালা
ভয় জনতা মৌনতা।
সিণ্ডিকেটে খাচ্ছে গিলে
পকেট ভারী নীরবে,
আঁধার রাতে একই পাতে
সব শিয়াল উৎসবে।
দিনের আলোয় সমান্তরাল
একের বৈরি অন্যজন,
দিন ফুরালে এক টেবিলে
সাত জনমের আপনজন।