তোমার দয়া চাই মাবুদ, তোমার দয়া চাই
তুমি ছাড়া এই ভুবনে, আপন কেহ নাই।
তুমি তো রহিম মাওলা, দয়ার সীমা নাই
তোমার দয়ায় সিক্ত হতে, আমি অধম চাই।
নিরাশার আশার আলো, অকূলে দাও কূল
সেই পথে চালাও প্রভু, যে পথ তব মূল।
তুমিত গাফ্ফার মাবুদ, ক্ষমাশীল অতুল
ক্ষমা করে দাও হে খোদা, করেছি যত ভুল।
আপন সুখে ভোগ বিলাসে, মত্ত এই জীবনে
আসল রেখে নকল নিয়ে, কি হবে মরণে!
জীবন রবি নিভার আগে, তোমার কাছে চাই
ঈমান নিয়ে তোমার কাছে, ঠাই যেন গো পাই।