আমরা কবে মুক্ত হবো
স্বনির্মিত বিবেকে
এত দিবস থাকতে কেন
যায়না অভাব দেশ থেকে।
ভালবাসার মানে কি আজ
নোংরামিতে চলমান
যারা এসব দিবস বানায়
তারা কত বলিয়ান!
প্রেম দিবসে প্রেম মানে না
লাজ-শরমের প্রকার ভেদ
কঁচি গাছে মুকুল ধরে
সম্ভাবনায় শিরচ্ছেদ।
কিস দিবসের মানে কি আর
এই সমাজে বলা যায়
যার প্রাপ্য সেইত কাঁদে
অন্য জনে নিয়ে যায়।
বিশ্ব বিবেক শুনতে কি পাও
অনাহারীর আর্তনাদ
ক্ষুধার জ্বালায় মানুষ মরে
কে দেখে তার ফরিয়াদ।
অভাব দিবস থাকতে পারে
যদিও মোরা চাইনা তাই
ভাত দিবসে গরীব কাঁদে
ঘরে তাহার খাবার নাই।
এমন দিবস চাইনা মোরা
সাধারনের প্রতিকুল
প্রগতি আর আধুনিকের
অপপ্রয়োগ হুলস্থুল।
বছর জুড়ে দিবস আছে
রাত পোহালে দেখতে পাই
এত দিবস রাখা গেলে
মৃত্যু দিবস কেন নাই?