ভালো থাকতে চায় সকলে
ভালো থাকে কয়জন?
ভালো আছি বেশ ভালো
ভান ধরে প্রিয়জন।।

সুখি হতে চায় সবাই
সুখি হয় কয়জন?
সুখ বলে আপন কর্মে
সকলই সৃজন।।

ভালবাসা চায় সকলে
পায় বলো কয়জন?
মনের ভাষা বিনা আশা
সুজন হয় দুর্জন।।

সবাই চায় ভালো হতে
প্রকাশ্যে তা আসলে,
আসল স্বরূপ অন্ধকারে
মুখ ঢাকে সলাজে।।

________® আবু কওছর