সুখ পাখিটা খুঁজে সবাই
সুখের বাড়ি কই?
সুখ বলে আমি কেবল
অভিধানে রই।
বিত্ত বৈভব টাকা কড়ি
সুখের প্রতি নাম,
সুখ বালিশে ঘুম আসে না
অপূর্ণ মনস্কাম।
বাড়ি গাড়ি যশ ও খ্যাতি
বিনোদিনী রাই,
প্রাপ্তি সুখে মন ভরে না
সুখের দেখা নাই।
কেউ মরে ক্ষিধের জ্বালায়
ভাতেই সকল সুখ,
কোরমা পোলাও রুচি বৈরি
কারো মলিন মুখ।
সুখ তালাশে শ্রেষ্ঠ মাখলুক
দিশেহারা আজ,
খোদার রাহে আসল শান্তি
বিলাও জীবন ভাঁজ।
---------------------আবু কওছর