----------------------------------------
( আলোকিত মানুষ হতে হলে জীবন থেকে এই
৭ টি আচরণ অবশ্যই পরিত্যাগ করতে হবে--
১/ প্রতারণা, ২/ ঘৃণা, ৩/ অবহেলা, ৪/ হিংসা,
৫/ পরনিন্দা, ৬/ অহংকার, ও ৭/ লোভ। )
---------------------------------------
জীবনে যদি হতে চাও আলোকিত মানুষ
ছাড়তে হবে অলিক কথন রঙ ধরা ফানুস।
জীবন থেকে সাতটি জিনিস করলে বিসর্জন
আলোকিত মানুষ রূপে বিকশিত জীবন।
ধোঁকাবাজি গর্হিত কাজ সর্ব কালের মানা
মানুষ হওয়ার চেষ্টা কর ত্যাগ করে প্রতারণা।
নিঃস্ব-গরীব সকল মানুষ নয়তো স্রষ্টা হীনা
সবাইকে ভালবাস করো না কখনো ঘৃণা।
প্রাপ্তি সুখের আনন্দেতে থাকলে সারাবেলা
অনাথ এতিম কাউকে কভু করো না অবহেলা।
মানুষের তরে মানুষ আমরা একে অন্যের দিশা
ধ্বংস তাদের অনিবার্য যারা পোষে মনে হিংসা।
গঠন মূলক সমালোচনা নির্ভুল কাজের জিন্দা
দোষ করলে তওবা করো ত্যাগ করো পরনিন্দা।
পদ-পদবীর প্রাপ্তি সুখে কভু হইও না একাকার
মানব জীবন বিফলে যাবে করলে অহংকার।
পর সাফল্যে চোখ ধাঁধিয়ে আফসোস হলে খুব
জেনে রেখ সুখের অন্তরায় থাকলে মনে লোভ।
---------------------------------------------
(কবিতাটি সবার জন্য বিশেষ করে আমার ছেলে-মেয়েসহ তামাম উঠতি প্রজন্মের মাঝে যেন সারাজীবন এই বোধটি জাগ্রত থাকে, সকল কবিদের কাছে এই আশীর্বাদ কামনা করছি)
২২শে নভেম্বর, ২০১৮খ্রিঃ
দাওরাই, জগন্নাথ পুর
সুনামগঞ্জ ।