আজ নয় কাল হবে
এই করে চলে না,
কাল কভু আজ হয়ে
এই ভাবে আসে না।
কাল শুধু কাল নয়
বয়ে চলে নীরবে,
যায় দিন ভাল ছিল
সয় প্রাণ সরবে।
ফেলে আসা দিন গুলি
ছুঁড়ে ফেলা আয়না,
ছায়া ভাসে ক্ষণে ক্ষণে
ফিরে আনা যায় না।
যায় চলে নাহি আসে
চোখে মুখে রং ভাসে,
ছায়া ছায়া মিছে আশা
কালবেলা চোখ হাসে।
দিন দিনে রাত রাতে
যার কাজ যেখানে,
শেষ হোক যথাতথা
হার জিত সেখানে।
--------------------------------------------