অঝোর কান্নার উপচানো স্রোত নিয়ে এখনো কি
আছড়ে পড় তুমি বিছানায় উবু হয়ে উপাধানে ?
আমি না হয় একঘেয়ে জীবনে
একটু বৈচিত্র চেয়েছিলাম! কিন্তু তুমি!
এ কোন মরণ পথ বেছে নিলে?
মুক্তি চেয়েছিলে আমার নষ্ট হওয়া জীবন থেকে
কতবার বলেছিলাম মনে আছে?
সব মুক্তি শান্তি দিতে পারে না সবসময়,
কথাগুলো আকাশে উড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়লে।
অবশেষে এক হিংস্র গ্রাস থেকে পালিয়ে
মুক্ত বনানীর শত সহস্র হায়েনার কামাতুর থাবায় ক্ষতবিক্ষত হলে;
অবেলায় ভুলভাঙ্গা অব্যর্থ কান্নার নিষ্ফল আবেদন
প্রতিধ্বনি হয় বেলাভূমের জনশূন্য প্রান্তরে।
সময় যায় নি ফুরিয়ে, আমি এখনো অপেক্ষায়,
চাইলে চলে আসতে পারো সব ব্যথা ভুলে,
পড়ন্ত বিকেলে আমিও তোমার মতো
সর্ব হারার তকমা গায়ে মেখে প্রহর গুনছি
অজানা কোন এক সুদূর গন্তব্যের;
তুমিও সঙ্গী হতে পারো দ্বিধাহীন,
আজ আর নেই কোন কামনার অগ্নশিখা!
শূন্যে চলমান পথের যাত্রীকে শূন্যই দেখাবে দিশা।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আসরের অন্যতম প্রিয় কবি শ্রদ্ধেয় "শম্পা ঘোষ" এর একটি লেখায় মন্তব্য করতে গিয়ে এই কাব্য সৃষ্টি, তাই লেখাটি তাঁকেই উৎসর্গ করলাম।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
২৫-০৭-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪