হাল ছেড় না বন্ধু তুমি, জীবন চলার পথে,
মনের জোরে এগিয়ে চল, ভব সাগর রথে।

চলার পথে হোঁচট খেলে,  সাহস রেখ প্রানে,
এক বারিষে নহে বর্ষা, রবির কিরণ ক্ষণে।

অদ্য কাজে ব্যর্থ হয়ে,   নিরাশ বসে থাকা
আধ মরা দলের সাথে, নিজের নাম টি রাখা।

হার-জিত পরের কথা,   আগে ভাবলে ধোঁকা
কে বলে জ্ঞানী মানুষ, সেই তো প্রকৃত বোকা।

ধরা মাঝে অনেক মানব, সফল হলেন নিষ্টায়
এক পরাজয় হার না মেনে, বারে বারে চেষ্টায়