সেলফি জ্বালায় দেশটা পাগল
হাল জামানার কুলফি,
হজ্ব, নামাজে সেলফি পরাণ
আসলে এসব ভেলকি।

যাকাত, ফিতরা, প্রার্থনা, মিলাদ
সেলফি চলে সরবে,
লোক দেখানোই আসল কারন
সেলফি তোলে কবরে।

লাশের পাশেও সেলফি প্রভাব
দোয়া, খতম মিলাদে,
রোগীর শরীর কাঁপছে জরায়
ছবি তোলার আমুদে।

সড়ক জুড়েও সেলফি জ্বালায়
গাড়ি চাঁপায় মরছে,
বাঁচার তাগিদ পিছনে রেখেও
ফোনে সেলফি ভরছে।

পুড়ছে মানুষ জ্বলছে বাহন
কারে কোথায় বাঁচাবে!
লাইনে সবাই সেলফি পাগল
বিবেক কোথা কাঁদাবে?