ছেড়ে দিলাম রঙ্গের ঘুড়ি আপন মনের সাজে
আবার যদি আসে ফিরে নতুন কোন কাজে।
নাটাই হাতে থাকনা পড়ে! মনের বীণা মাঝে
শিহর লাগা উদাস তনু ভয়ে মরে লাজে।
আরশি কোণে ফাটল আঁকা জল তরঙ্গ ছবি
চিত্ত আজি উঠলো কেঁপে আবির মাখা রবি।
নবীন বাঁচে প্রবীণ ছায়ে মেঘের হাসির ফাঁকে
আলো ছায়ার লুকোচুরি ইচ্ছে নদীর বাঁকে।
উড়ছে পাখি স্বপ্ন নিয়ে আকাশ জমির আলে
সুদুর নীলে বাসর সাজে তমাল তরু ডালে।
আশার বাণী কোন সুদুরে স্থায়ী সুখের বাসায়
শূন্যে ভাসে মন ময়ূরী এক নিরেট ভালবাসায়।
দোলছে আশা পাগলা পবন আসছে আবার ফিরে
মন বিরাজে ভিড়বে জাহাজ শান্ত নদীর তীরে।
২৪-০৫-২০১৮
abu3217@yahoo.com