মানুষ মানুষকে হিংসা করে
বুঝতে চায়না কেউ!
বেশি বেশি পাওয়ার আশায়
বাড়ে হিংসার ঢেউ।
তোমার নেই আমার আছে
ভাবলে, বাড়ে অহংকার,
ধন সম্পদ গর্ব ভেবে
গরিব’কে করে তিরস্কার।
মানুষের জন্য মানুষ মোরা
আছে সবার অধিকার,
হিংসা বিদ্বেষ ভুলে এসো
গোছাই আজ অন্ধকার।
একলা চলার গোপন নীতি
ধ্বংস জীবন মান,
সবাই চল এক'সাথে আজ
গাই সাম্যের গান।
_
abu3217@yah.com
008801715003364