যদিও জানি এ জীবনে বাঁচার নিশ্চায়ন নাই
এটুকুতো চাইতে পারি নিরাপদ সড়ক চাই।
সময় থেকে জীবনের দাম সবাই ভাল জানে
দ্রুতগতি যান চলাচল পথে ঝুঁকি বয়ে আনে।
ত্রুটিপূর্ণ যানবাহন ও অপেশাদার চালক
কোথাও দেখি চালায় গাড়ি কিছু আনাড়ি বালক।
আইনের ধারা সংবিধানে যত্নে রাখা ফাইলে
শতভাগ প্রয়োগ হবে আর কত লোক মরলে!
ভিআইপি চালায় গাড়ি ভেঙ্গে ট্রাফিক আইন
নুন আনতে পানতা ফুরোয় তার ঘাড়ে ফাইন।
চারিদিকে দেখি আজ শুধু নিয়ম ভাঙ্গার পন
সব সমস্যা সমাধান মানুষ হলে সচেতন।
======================
৪ঠা আগষ্ট-২০১৮খ্রিঃ
abu3217@yahoo.com
০০৮৮-০১৭১৫০০৩৩৬৪