উড়ছে পাখি
দোলছে ডানা,
মেঘ পালক
দিচ্ছে হানা।
মাতাল বায়ু
উত্তাল বেগে,
স্বপ্ন ভাসায়
ভীষণ রেগে।
আকুল হিয়া
শিহর লাগে,
হৃদয় ভাসে
প্রেম সোহাগে।
বৃষ্টি ফোটায়
সিক্ত ভুবন,
চাতক মনে
উঞ্চ কাঁপন।
কাশের বনে
শুভ্র চাদর,
শিশির কণা
সিক্ত আদর।
আশার নদী
প্রেমের বান,
মিষ্টি আবেশ
সুরের টান।
রাখাল ছেলে
নগ্ন পায়,
আকাশ হাকে
মেঘের নায়।
প্রাক আঁধারে
ভানুর ঢং,
বিদায় বেলা
রংবেরং।