রক্ষক যেখানে ভক্ষক হয় অবিচারের আয়না
এই সমাজে ইনসাফ কভু আশা করা যায় না।

জল্লাদের বাস ভিন গ্রহে নয় কিংবা জমছাত্র
যাবজ্জীবন সাজা প্রাপ্ত সাধারণ কয়েদি মাত্র।

নির্যাতিতের আবেদন হয় তখনই দুর্বল
ফরিয়াদির আর্থিক দৈন্যতা যখন প্রবল।ল

আধুনিকতার নগ্ন রাহু গ্রাস চলছে দিবস-রাত
চোরের জামিন হচ্ছে এখন নামিদামি ডাকাত।

ঢাললে টাকা ন্যায়ের পাল্লা হয়ে উঠবে ভারী
শুকনো মাথায় কেউ চাটে না সব দোষ হয় তারই।

আশার কথা আসবে সুদিন সত্যের হবে জয়
জুলুমবাজের বিচার হবে  মিথ্যার পরাজয়।