সুখের সংজ্ঞা কেউ জানে না
সুখের বাড়ি কই?
দুখের ঘরে বসত করে
বুঝতে পারি সই।
প্রাচুর্যতায় জীবন পিষ্ট
শান্তি কোথায় পাই?
অধিক প্রাপ্তি মোহ জ্বালায়
আসল শান্তি নাই।
সুখ তালাশে পাগল পারা
দুঃখ সুখেরই কর্ম,
দুঃ সময়ে না পড়িলে
বেহাত সুখের মর্ম।
ভাবছ যাদের মহা সুখী
সহায় সম্পদ পাতে,
প্রকৃত সুখ কোথায় আছে
তারাই খুঁজে রাতে।